Cricketkhor

Project Details

একটা সময় বাংলাদেশের মানুষজন ক্রিকেট খেলা হলে নিজের দেশের চাইতে অন্যান্য দেশকে সমর্থন দিতো বেশী৷ এটা নিতান্ত বাংলাদেশী হিসেবে আমাদের খারাপ লাগতো। সেজন্য ২০১৩ সালের ১১ই জানুয়ারি একেএম কাউসার প্রতিষ্ঠা করেন ফেসবুক গ্রুপ ক্রিকেটখোর। যাদের মূল ধ্যানজ্ঞান ছিলো মাঠে কিংবা মাঠের বাইরে শুধুমাত্র বাংলাদেশকেই সমর্থন করা এবং বাংলাদেশী ক্রিকেটের চর্চা করা। সেই থেকে শুরু হওয়া ক্রিকেট সংগ্রাম এখনো চলছে, ফেসবুকের পাশাপাশি ওয়েবসাইটেও বাংলাদেশ ক্রিকেটের জয়গান ছড়িয়ে দেয়ার কাজ শুরু হয়েছে।

অনলাইনে ক্রিকেট বিশ্লেষণ ভিত্তিক লেখালেখির ধারা চালু করে আজ অব্দি শত শত লেখক তৈরীর কারিগর এই ক্রিকেটখোর গ্রুপ, সাথে বিভিন্ন অফলাইন কার্যক্রমেও ছিলো সমান পদচারণা। ২০১৪ সালে বিশ্ব ক্রিকেটের ছড়িটা তিনটা নির্দিষ্ট দেশের হাতে চলে যাওয়ার উপক্রমের বিরুদ্ধে ক্রিকেটখোর আন্দোলনে দাড়িয়েছিলো ঐতিহাসিক শাহবাগ চত্বরে, এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে বিসিবির লঘুপাপে গুরুদণ্ড দেয়ার বিরুদ্ধেও সেবছর আমরা ক্রিকেটখোর শাহবাগে মানববন্ধন করেছিলাম!